Ticker

100/recent/ticker-posts

তারিখ ও সময়

[ | | ]

প্রশ্ন : বিতর ও তারাবির নামাজ কি জামাতে না পড়াই উত্তম?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মো. মতিউল ইসলাম।
আপনার জিজ্ঞাসার ২১৫২তম পর্বে বিতর ও তারাবির নামাজ জামাতে পড়া উত্তম কি না, সে সম্পর্কে ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : বিতর ও তারাবির নামাজ কি জামাতে না পড়াই উত্তম?
উত্তর : না, নফল নামাজ জামাতের সঙ্গেও পড়া যায়, আবার একা একাও পড়া যায়। সেটা তারাবির নামাজ হোক বা বিতর নামাজ। উভয় নামাজই জামাতের সঙ্গে পড়া যায়।
তবে বিশেষ করে তারাবির নামাজ জামাতের সঙ্গে পড়াই উত্তম। বিতর নামাজ ও তাহাজ্জুদ নামাজ একা পড়াই উত্তম। হাদিসে এসেছে, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘বেশি বেশি সালাম দাও, মানুষকে খাবার দান করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং মানুষ যখন ঘুমায়, তখন উঠে মানুষের অজান্তে তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করো, তাহলে শান্তিতে জান্নাতে প্রবেশ করে যাবে।’
এ জন্য তাহাজ্জুদ নামাজ একাকী পড়া উত্তম, কিন্তু জামাতেও পড়া যায় এবং তারাবির নামাজ জামাতে পড়াই উত্তম।

Post a Comment

0 Comments