Ticker

100/recent/ticker-posts

তারিখ ও সময়

[ | | ]

ঈদের নামাজ শেষে কোলাকুলি করা কি বেদাত?

ঈদের নামাজ শেষে কোলাকুলি করা কি বেদাত?

১৪ আগস্ট ২০১৮, ১০:৪৬
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মো. মতিউল ইসলাম।
আপনার জিজ্ঞাসার ২১৫৩তম পর্বে ঈদের নামাজ শেষে কোলাকুলি করা বৈধ কি না, সে সম্পর্কে ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : ঈদের নামাজ শেষে কোলাকুলি করা কি বৈধ নাকি বেদাত?
উত্তর : কোলাকুলি করাকে বেদাত বলা যাবে না। এটি আমাদের নিজেদের সংস্কৃতি। সাহাবায়ে কেরামরা ভাবের আদান-প্রদান এভাবে করতেন।
আমরা ঈদের মাঠে যে কোলাকুলি করি, সেটা আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র। এর মাধ্যমে মানুষের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বাড়ে। একে বেদাত বলা যাবে না, বরং এটা আমাদের লোকাচার।
একেক দেশে একেকভাবে মনের ভাব প্রকাশ করে, ভালোবাসা প্রকাশ করে থাকে। সুদানে একভাবে করে, সৌদি আরবে একভাবে করে। একে আমরা বেদাত বলব না।
ছোটবেলায় আমরা দেখতাম আমাদের বাবা-চাচারা কোলাকুলি করে অঝোর ধারায় কাঁদছেন, বিশেষ করে ঈদুল ফিতরের সময়, তা দেখে দেখে আমরাও কাঁদতাম। এটি কেবল আবেগের একটি বহিঃপ্রকাশ।
এভাবে মুসাফা করা হাদিসের মধ্যে এসেছে। মুয়ানাকার ব্যাপারটা হচ্ছে সফর থেকে কেউ এলে মুয়ানাকা করত। মুয়ানাকা হচ্ছে কাঁধে কাঁধ মেলানো। আমরা যে ধরে কোলাকুলি করি, এটি আমাদের উপমহাদেশের সংস্কৃতি।
কিন্তু এটি আমরা ইবাদত মনে করে করি না। ইবাদত মনে করে কোলাকুলি করলে কিন্তু সেটি বেদাত হবে।

Post a Comment

0 Comments