Ticker

100/recent/ticker-posts

তারিখ ও সময়

[ | | ]

চিঠিতে সালামের উত্তর কীভাবে দেবো?

চিঠিতে সালামের উত্তর কীভাবে দেবো?

১১ আগস্ট ২০১৮, ০৯:২৭
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।
আপনার জিজ্ঞাসার ২১৫১তম পর্বে চিঠিতে সালামের উত্তর মুখে উচ্চারণ করতে হবে কি না, সে সম্পর্কে  ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : চিঠিতে সালাম দিলে সেই সালামের উত্তর কি মুখে উচ্চারণ করতে হবে নাকি চিঠিতে লিখে দিতে হবে?
উত্তর : না, তখন বলতে হবে ‘ওয়ালাইহিস সালাম’। যে ব্যক্তি সালাম দিয়েছেন, উনার সালাম পাঠ করার পর যিনি পড়ছেন তিনি বলবেন ‘ওয়ালাইহিস সালাম’ অর্থাৎ তাঁর ওপরও শান্তি বর্ষিত হোক। অথবা ‘ওয়ালাইকা সালামও’ বলা যেতে পারে।
উপস্থিত নেই এই জন্য ‘ওয়ালাইহিস সালাম’ বলাই উত্তম। চিঠির বাইরেও যদি কেউ কারো মাধ্যমে সালাম পাঠায় বা ফোনে বলায় যে আপনাকে ‘অমুক’ সালাম দিয়েছে তখন বলবে ‘ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম’ আপনার ওপরে এবং তাঁর ওপরেও শান্তি বর্ষিত হোক।

Post a Comment

0 Comments