শাবান ও রমাদান – ড. মনজুরে এলাহী – ভিডিও ও অডিও
মে 26
রমাদানের সিয়াম ফরজ হওয়া প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেন, হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। যাতে তোমরা মুত্তাকি হতে পার। [২ : ১৮৫]
অন্য আয়াতে আল্লাহ তা‘আলা বলেন, রমাদান সে মাস যে মাসে কুরআন নাযিল করা হয়েছে, যা আদ্যোপান্ত হিদায়াত এবং এমন সুস্পষ্ট নিদর্শনাবলী সম্বলিত, যা সঠিক পথ দেখায় এবং সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দেয়। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তিই এ মাস পাবে সে যেন এ সময় অবশ্যই সিয়াম রাখে। [২: ১৮৫]
হাদিসে কুদসীতে এসেছে, আল্লাহ তা‘আলা বলেন,সিয়াম একমাত্র আমার জন্য এবং আমি স্বয়ং এর প্রতিদান দেব। [সহিহ বুখারি]
শাবান ও রমাদান – ড. মনজুরে এলাহী – ভিডিও ও অডিও
0 Comments