শামায়েল বলতে সাধারণ কোন ব্যক্তির দৈহিক, চারিত্রিক এবং ব্যবহারিক বৈশিষ্ট্য ও গুণাবলির বর্ণনা সম্বলিত গ্রন্থকে বলা হয়। ইমাম তিরমিযী (রহ) মুহাম্মাদ (সা)-এর দৈহিক, চারিত্রিক ও ব্যবহারিক বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে এই বিস্তারিত কিতাব লিখেন। কিতাবটিতে শুধুমাত্র মুহাম্মাদ (সা)-এর বর্ণনা সম্পর্কিত হাদীসগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। হাদীস গ্রন্থটিতে অধ্যায় অনুসারে হাদীসগুলো উল্লেখ করা হয়েছে। এতে কিছু যইফ হাদীস রয়েছে। এই তাহক্বীকে যইফ হাদীসগুলো বাদ দিয়ে শুধুমাত্র সহীহ হাদীসগুলোকে সংকলন করা হয়েছে। হাদীসের তাহকীক নেয়া হয়েছে শাইখ নাসিরুদ্দীন আলবানী (রহ)।
কিতাবটির বিশেষ বৈশিষ্ট্য:
এ গ্রন্থে শামায়েলে তিরমিযীর কেবল সহীহ হাদীসগুলো সংকলন করা হয়েছে।
বিষয়বস্তু বুঝার সুবিদার্থে অধিকাংশ হাদীসের শুরুতে শিরোনাম দেয়া হয়েছে।
অনেক হাদীসের সাথে ব্যাখ্যা সংযোজন করা হয়েছে।
মূল শামায়েলে তিরমিযীর সহীহ হাদীসগুলো অন্যান্য হাদীস গ্রন্থের যেসব কিতাবে রয়েছে হাদীসের নম্বরসহ সেসব কিতাবের রেফারেন্স দেয়া হয়েছে।
0 Comments