আস্সালামুয়ালাইকুম ভাই ও বোনেরা। আশাকরি আল্লাহ্র দয়ায় সকলেই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে মতিউর রহমান মাদানি সাহেব কর্তৃক আলোচিত কুরআনের বাংলা তাফসীরের লেকচারগুলি mp3 আকারে শেয়ার করব। এই লেকচারগুলি তিনি দাম্মাম ইসলামিক কালচারাল সেন্টারে দিয়েছেন। এই লেকচারগুলি Youtube -এ ভিডিও আকারে পাওয়া গেলেও ইন্টারনেটে mp3 আকারে সহজলভ্য ছিল না। তাই ভিডিও লেকচারগুলিকে mp3 ফরম্যাটে কনভার্ট করে এই সাইটে আপলোড করা হয়েছে। মতিউর রহমান মাদানি সাহেব কুরআনের বাংলা তাফসীরটি আলোচনা করেছেন মূলত "তাফসীরে ইবনে কাসীর" এর অবলম্বনে। খুব সুন্দর, হৃদয়গ্রাহী এবং তথ্যবহুল আলোচনা, যা আমাদের কুরআন সম্পর্কিত জ্ঞানকে সমৃদ্ধ করবে। আপনাদের কাছে একটাই অনুরধ যে, আপনারা লেকচারগুলি ডাউনলোড করে সকলের মাঝে শেয়ার করুন, যেন সকলেই এই লেকচারগুলি শুনে ইসলাম সম্পর্কে সহীহ জ্ঞান অর্জন করতে পারে।
0 Comments