আসসালামুয়ালাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়খ মতিউর রহমান মাদানি সাহেব হলেন বর্তমানে বাংলা ভাষায় ইসলামের উপর লেকচার দেওয়ার ক্ষেত্রে প্রথম সারির বক্তাগনের মধ্যে একজন। তিনি জন্মসূত্রে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার অধিবাসী হলেও তিনি এখন সৌদিআরবে "ইসলামিক কালচারাল সেন্টারে" ইসলামের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত লেকচার দিয়ে থাকেন। এছাড়াও তিনি পিস টিভি বাংলারও একজন জনপ্রিয় বক্তা। তাঁর লেকচারগুলিকে সংখ্যার দিক থেকে বিচার করলে হাজার ছারিয়ে যাবে এবং লেকচারের গুনগত মানের দিক থেকে বিচার করলেও দেখা যাবে লেকচারগুলি অত্যন্ত মানসম্মত, তথ্যবহুল ও তথ্যগুলি কুরআন এবং সহীহ হাদিসের আলোকে রেফারেন্স সহ উল্লেখ করে থাকেন। তাঁর এই বিশাল লেকচার ভাণ্ডারের মধ্য থেকে আজ "আকিদা আত-তাওহিদ" -এই বিষয়ের উপর তাঁর যে লেকচার সিরিজ রয়েছে সেটিই mp3 আকারে এই ব্লগে আপলোড করা হল। আপনারা এই লেকচার সিরিজটি শুনে কুরআন ও সহীহ হাদিসের আলোকে আকিদা সম্পর্কে এক স্বচ্ছ ধারনা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ।
1. Aqeeda At-Tawheed Part - 12. Aqeeda At-Tawheed Part - 23. Aqeeda At-Tawheed Part - 34. Aqeeda At-Tawheed Part - 45. Aqeeda At-Tawheed Part - 56. Aqeeda At-Tawheed Part - 6 7. Aqeeda At-Tawheed Part - 78. Aqeeda At-Tawheed Part - 89. Aqeeda At-Tawheed Part - 910. Aqeeda At-Tawheed Part - 1011. Aqeeda At-Tawheed Part - 1112. Aqeeda At-Tawheed Part - 12...........ভূমিকাঅধ্যায় ১ - তাওহীদ সমস্ত ইবাদতের মূল।অধ্যায় ২ - যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। পর্ব ১।অধ্যায় ২ - যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। পর্ব ২।অধ্যায় ৩ এবং ৪ - শিরকের ভয়।অধ্যায় ৫ - লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য বানীর প্রতি আহ্বান।অধ্যায় ৬ - তাওহীদ এবং লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য বানীর ব্যাখ্যা।অধ্যায় ৭ - বালা মুসীবতের প্রতিরোধ ও প্রতিকারের জন্য বালা সূতা প্রভৃতি ব্যাবহার করা শিরক।অধ্যায় ৮ - যে ব্যক্তি গাছ পাথর প্রভৃতির দ্বারা বরকত অর্জন করতে চায়।অধ্যায় ৯ এবং ১০ - আল্লাহ্ ছাড়া অন্যের নামে জবাই করা শিরক।অধ্যায় ১১ - আল্লাহ্ ব্যতীত অন্য কার উদ্দেশ্যে মানত করা শিরক।অধ্যায় ১২ - আল্লাহ্ ব্যতীত অন্য কার নিকট আশ্রয় প্রার্থনা করা শিরক।অধ্যায় ১৩ - আল্লাহ্ ব্যতীত অন্য কার নিকট ফরিয়াদ করা শিরক।অধ্যায় ১৪ - অক্ষমকে আহ্বান করা শিরক।অধ্যায় ১৫ - ফেরেশতাদের প্রতি আল্লাহ্র ওহী অবতরণের ভীতি।অধ্যায় ১৬ - শাফায়াত (সুপারিশ)।অধ্যায় ১৭ - হিদায়াত দানকারী একমাত্র আল্লাহ্।অধ্যায় ১৮ - বনী আদমদের কুফরি এবং তাদের দ্বীন ত্যাগ করার কারন। নেককারদের বেলায় বারাবারি করা সম্পর্কিত।অধ্যায় ১৯ - নেককার ব্যক্তির ইবাদত করার ক্ষেত্রে কঠোরতা।অধ্যায় ২০ - নেককারদের কবরে বাড়াবাড়ি করলে আল্লাহ্কে বাদ দিয়ে মূর্তির ইবাদত করা হয়।অধ্যায় ২১ - মহানবী কর্তৃক তাওহীদ সংরক্ষণ ও শিরকের পথ রুদ্ধকরণ।অধ্যায় ২২ - এই উম্মতের কিছু লোক মূর্তিপূজা করে।অধ্যায় ২৩ এবং ২৪ - জাদু এবং জাদুর প্রকারভেদ।অধ্যায় ২৫ এবং ২৬ - গণকদের বর্ণনা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা।অধ্যায় ২৭ - কুলক্ষণ সম্পর্কীয় বিবরণ।অধ্যায় ২৮ - জ্যোতির্বিদ্যা সম্পর্কীয় শরীয়তের বিধান।অধ্যায় ২৯ - নক্ষত্রের উসিলায় বৃষ্টি কামনা করা।অধ্যায় ৩০ - আল্লাহ্ তায়ালা ভালোবাসা দ্বীনের স্তম্ভ।অধ্যায় ৩১ - ভয়ভীতি শুধুমাত্র আল্লাহ্ তায়ালার জন্য।অধ্যায় ৩২ - একমাত্র আল্লাহ্র উপরই ভরসা করা।অধ্যায় ৩৩ - আল্লাহ্ তায়ালার পাকড়াও থেকে নিশ্চিত হওয়া উচিত নয়।অধ্যায় ৩৪ - তাকদিরের উপর ধৈর্য ধারন করা ইমানের অঙ্গ।অধ্যায় ৩৫ - রিয়া (প্রদর্শনেচ্ছা) প্রসঙ্গে শরীয়তের বিধান।অধ্যায় ৩৬ - নিছক পার্থিব স্বার্থে কোন কাজ করা শিরক।অধ্যায় ৩৭ - যে ব্যক্তি আল্লাহ্র হালালকৃত জিনিস হারাম এবং হারামকৃত জিনিস হালাল করল।অধ্যায় ৩৮ - ইমানের দাবিদার কতিপয় লোকের অবস্থা।অধ্যায় ৩৯ - আল্লাহ্র 'আসমা ও সিফাত' অস্বীকারকারীর পরিণাম।অধ্যায় ৪০ - আল্লাহ্র নেয়ামত অস্বীকার করার পরিণাম।অধ্যায় ৪১ - শিরকের কতিপয় গোপনীয় অবস্থা।অধ্যায় ৪২ এবং ৪৩ - আল্লাহ্র নামে কসম করে সন্তুষ্ট থাকার পরিণাম। আল্লাহ্ এবং আপনি যা চেয়েছেন বলার হুকুম।অধ্যায় ৪৪ এবং ৪৫ - যে ব্যক্তি আল্লাহ্কে কষ্ট দেয় এবং মহা বিচারকের নামকরণ প্রসঙ্গ।অধ্যায় ৪৬ - আল্লাহ্র নামের প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মানার্থে নামের পরিবর্তন করা।অধ্যায় ৪৭ - আল্লাহ্, কুরআন এবং রসূল সম্পর্কিত কোন কোন বিষয় নিয়ে খেল তামাসা করা।অধ্যায় ৪৮ - আল্লাহ্র নেয়ামতের নাশোকরি করা, অহংকারের লক্ষণও বড় অপরাধ।অধ্যায় ৪৯ এবং ৫০ - সন্তানাদি পাওয়ার প্র আল্লাহ্র সাথে অংশীদার করা এবং আসমাউল হুসনা বর্ণনা।অধ্যায় ৫১, ৫২, ৫৩, ৫৪ এবং ৫৫।অধ্যায় ৫৬ এবং ৫৭ - বাক্যের মধ্যে 'যদি' শব্দ ব্যবহার করা এবং বাতাসকে গালি দেওয়া নিষেধ।অধ্যায় ৫৮ - আল্লাহ্র ফয়সালা সম্পর্কে খারাপ ধারনার নিষিদ্ধতা।অধ্যায় ৫৯ - তাকদীর অস্বীকারকারীদের পরিচিতি।অধ্যায় ৬০ - ছবি অঙ্কনকারী এবং চিত্র শিল্পীদের পরিণাম।অধ্যায় ৬১ - অধিক কসম খাওয়া সম্পর্কে শরীয়তের বিধান।অধ্যায় ৬২ - আল্লাহ্ ও তাঁর রসূলের জিম্মাদারী সম্পর্কিত বিষয়।অধ্যায় ৬৩, ৬৪ ও ৬৫।অধ্যায় ৬৬ - আল্লাহ্র বড়ত্ব ও উচ্চ মর্যাদা সম্পর্কে বর্ণনা।
mp3 বক্তব্যগুলি ছারাও নিম্নে 'কিতাবুত তাওহীদের ব্যাখ্যা' বইখানি pdf আকারে নিম্নের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
(আপনাদের কাছে বিনিত অনুরোধ, বইটি হার্ড কপি কিনুন এবং পরিচিত মানুষজনদের উপহার দিন)
লেকচারগুলি,
ডাউনলোড করুন
শেয়ার করুন
পাঠকদের উদ্দেশ্যে বিশেষ কিছু অনুরোধ
১। কোনো Download লিঙ্ক কাজ না করলে আমাদের Comment করে বা Email-এ (Email Id -ariyanrasikul@gmail.com) জানান।
২। ইসলামের সঠিক বার্তা প্রচার ও প্রসারের জন্য ব্লগের পোস্টগুলি Facebook, Twitter, Google+ ইত্যাদি Social Media গুলির মাধ্যমে সকলের মাঝে শেয়ার করুন।
৩। আপনারা ইসলামের কি বিষয়ের উপর কি ধরনের পোস্ট চান তা আমাদের অবশ্যই জানান।
আশাকরি আল্লাহ্র রহমতে আপনারা সকলে ভালোই আছেন। আজকে একটি গ্রন্থের উপর মতিউর রহমান মাদানির দেওয়া বক্তব্যগুলিকে mp3 আকারে আপলোড করব। যে গ্রন্থখানি "কিতাবুত তাওহীদ" নামে সুপ্রসিদ্ধ। যে গ্রন্থে তাওহীদ কি এবং তারই সঙ্গে আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন প্রকার শিরক এর ব্যাপারে কুরআন এবং সহীহ হাদিসের আলোকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কুরআন এবং হাদিস হতে প্রমানিত যে, আমাদের মনে যদি বিন্দু পরিমাণও শিরক থাকে তাহলে আমরা যতই এবাদত করি না কেন তা কবুল হবে না। তাই ভাই ও বোনেরা আসুন আমরা এই গ্রন্থের উপর দেওয়া বক্তব্যগুলি থেকে তাওহীদ এবং শিরক এর ব্যাপারে জ্ঞান অর্জন করে শিরক মুক্ত হই এবং অপরকেও এই বিষয়ে জানাই। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই mp3 বক্তব্যগুলি ডাউনলোড করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। তাদের মোবাইল বা ল্যাপটপে এই বক্তব্যগুলি ট্রান্সফার করে তাদের শোনার জন্য অনুরোধ করুন। আল্লাহ্ সকল মুসলিম ভাইবোনদের হেদায়াত দিন। আমিন।
0 Comments