আস্সালা-মু-আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। সামনেই যিলহজ মাস এবং এই মাসের ১০ম দিনে গোটা পৃথিবীর মুসলিমরা দ্বিতীয় ঈদ "ঈদ-উল-আধা (কুরবানি)" পালন করে থাকে। তাই আজ এই ব্লগে পোস্টটি করা হবে কুরবানি সম্পর্কিত কিছু ফাইল নিয়ে, যেগুলি mp3 অথবা pdf আকারে থাকবে। আপনারা এই ফাইলগুলি ডাউনলোড করে কুরবানি সম্পর্কিত আলোচনা শুনে অথবা পড়ে কুরবানি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবেন। কারন সেই আলোচনা গুলি কুরআন ও সহীহ হাদিসের আলোকে আলোচিত হয়েছে। আজ আমাদের এই উপমহাদেশের মুসলিম ভাই বোনদের কাছে কুরআন ও সহীহ হাদিসের পর্যাপ্ত জ্ঞান না থাকায় ইসলামের বিভিন্ন মাসলা-মাসায়েল নিয়ে প্রচুর দন্ধ দেখা যায়, যার দরুন আমাদের মুসলিমদের মধ্যে এক অপরের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে। সেই দূরত্ব একমাত্র কমিয়ে আনা যেতে পারে ইসলাম সম্পর্কে ভ্রান্ত জ্ঞান গুলি দূর করে কুরআন ও সহীহ হাদিসের জ্ঞান অর্জন করার মাধ্যমে। আর এটাই হল এই ব্লগের একমাত্র উদ্দেশ্য।
0 Comments